Sahriar Chowdhury -
বিপরীত চার্জ পরষ্পরকে আকর্ষণ করে কেন?
প্রত্যেক বস্তুই চায় তার বিভব শক্তি সহ তার উপর আরোপিত বলকে যথা সম্ভব কম করে নিজেকে সর্বাধিক স্থিতিশীল করতে,,, এজন্য তার বিপরীত ধর্মী বন্তুর প্রতি আসক্তি জন্মায় যেন তার সাথে যুক্ত হয়ে বা ইলেক্ট্রন শেয়ার করে অথবা বিভাভান্তর করে নতুবা শক্তির শোষণ বা বিকিরণ করে সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে
আর সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে কেন?
একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনকে বিকর্ষণ করে ভার্চুয়াল ফোটন বিনিময়ের মাধ্যমে ( কোয়ান্টাম ইলেক্ট্রো ডাইনামিকস অনুসারে )।
ইলেকট্রন তার চারপাশে ভার্চুয়াল ফোটন তৈরি করে আবার শোষণ করে ফেলে। হাইজেনবার্গের অনিশ্চয়তা সুত্রানুসারে, বেশি শক্তিশালী ভার্চুয়াল ফোটন তাড়াতাড়ি আবার শোষিত হয়ে যায়। আর এতে করে এরা বেশি দূরে যেতে পারে না। অন্যদিকে কম শক্তিশালী ভার্চুয়াল ফোটন চাইলে অনেক দূরে যেতে পারে।
পাশাপাশি যদি দুইটি ইলেকট্রন থাকে তাহলে একটি যদি ভার্চুয়াল ফোটন নির্গত করে এবং অন্যটি যদি সেটি শোষণ করে নেয় তাহলে এরা একে অপরের থেকে দূরে সরে যায়। আর এটিকেই আমরা বিকর্ষণ হিসেবে দেখি।