কোন বৈদ্যুতিক বর্তনীর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হইয়া যাহাতে অগ্নিকাণ্ড সৃষ্টি করতে না পারে। তজ্জন্য বর্তনীতে এই নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয়।
ইহা সাধারণতঃ টীন ও সীসার মিশ্রণে তৈরী এক টুকরা সন্ধ তার। এই তারের গলনাংক খুবই, কম (300 ডিগ্ৰি সেন্টিগ্ৰেড)বাড়িতে বিদ্যুৎ সরবরাহ লাইনের সহিত চীনা মাটির বক্সে রক্ষিত এরূপ একটি তার ব্যবহৃত হইয়া থাকে। বৈদ্যুতিক বর্তনীর সুবিধামত এমন একটি তার শ্ৰেণীসমবায়ে যুক্ত করা হয় যাহাতে বর্তনী সর্বাপেক্ষা বেশী যে বিদ্যুৎ প্রবাহমাত্রা (যেমন, ৫ অ্যাম্পিয়ার ফিইজ) সহ্য করিতে পারে, কোন কারণে প্রবাহ মাত্রা উহার কিছু বেশী হইবা মাত্র তারটি উত্তপ্ত হইয়া গলিয়া যায়। ইহাতে বৈদ্যুতিক বর্তনীর সংযােগ বিচ্ছিন্ন হইয়া যায় এবং সংগে সংগে বিদ্যুৎ বন্ধ হইয়া যায়। এরূপ অবস্থায় বর্তনীতে কোন ফিউজ না থাকিলে তারে আগুন লাগিয়া বিপদ সৃষ্টি করিতে পারিত।