বাতি ফিউজ হওয়ার মেইন কারণ হচ্ছে ওভার ভোল্টেজ/কারেন্ট ওভারফ্লো। তবে মোবাইলের ফ্লাশলাইটের ক্ষেত্রে কারেন্ট বা বিদ্যুৎ নিয়ন্ত্রণে থাকে। আর ফোনের ব্যাটারিও একটা নির্দিষ্ট পরিমান ভোল্টেজ সাপ্লাই দেয় পুরো চিপ-কে। চিপ বা প্রসেসর টা তার প্রোগ্রামিং অনুযায়ী ভোল্টেজ ইউজ করে। তাই সেই সহ্য ক্ষমতা মাথায় রেখেই LED লাগানো হয়। এখানে পুরো ব্যাপারটা চিপসেট সেন্ট্রালি কন্ট্রোল করে বলে লাইট ফিউজ হওয়ার সম্ভাবনা খুবই কম। বলতে গেলে প্রায় শুন্যের কাছাকাছি। তাছাড়া একটা মোবাইলের ফ্লাশ লাইটের লাইফটাইম হয় কয়েক হাজার ঘন্টা। আর বলতে গেলে আমরা কেউই এই পুরো সময়টুকু ফ্লাশলাইট ব্যাবহার করিনা।
তবে অনেকসময় দুই একটা ব্যাতিক্রম ঘটে। অতিরিক্ত ব্যবহার, ফোনের হিট, জল প্রবেশ ইত্যাদি কারণে অনেকক্ষেত্রেই ফোনের ফ্লাস নষ্ট হতে দেখা যায়। তবে এই ধরনের ঘটনা সামগ্রিক হিসেবে খুবই নগন্য।