যদি পর্যাপ্ত সূর্য থাকে এবং আপনার এরিয়াতে ঠিক ভাবে সূর্যের আলো আসে তাহলে সৌর বিদ্যুত দিয়ে সকল চাহিদা মেটানো সম্ভব। পৃথিবীর সব স্থানে একই সমান সূর্যের আলো থাকেনা, এছাড়া বৃষ্টির সময় সূর্য কম সময় থাকায় ব্যাটারি চার্জ হতে সময় নেয় তাই সৌর শক্তির উপর ১০০% আস্থা রাখা যায় না।
বাসা বাড়ির ব্যবহারের জন্য সৌর বিদ্যুত স্থাপনে ব্যায় বেশী তাই সৌর বিদ্যুত তেমন জনপ্রিয় নয়। তবে যেসব স্থানে লোড শেডিং হয় সেসব এলাকায় সৌর বিদ্যুত খুব ভালো সমাধান। বর্তমানে সৌর প্যানেল এবং ব্যাটারি এর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে এসেছে। ডিসি কারেন্ট কে পাওয়ার ইনভার্টার দ্বারা এসি কারেন্টে রুপান্তর করে আজকাল ফ্রিজ, এসি, পানির পাম্প, ইনডাকশন চুলা পর্যন্ত চালানো সম্ভব।
১২/২৪ ভোল্ট কে নিচের ইনভার্টার দ্বারা ৫০০-৩০০০/৫০০০ ওয়াট পর্যন্ত রুপান্তর করা সম্ভব