এপিথেলিয়াল কোষে যে প্রােটিন থাকে তা লিপিড অণুকে আবৃত করে লিপােপ্রােটিন কণা গঠন করে এর নাম কাইলােমাইক্রন।
এগুলাে এপিথেলিয়াল কোষ ত্যাগ করে এবং ভিলাইয়ের লসিকা বাহিকায় প্রবেশ করে। লসিকা তখন সাদা বর্ণ ধারণ করে। এ কারণে তখন লসিকা বাহিকাকে ল্যাকটিয়াল বলা হয়।