এটাকে গজ দাঁত বলা হয়ে থাকে।
একটা বয়সের পরে বাচ্চাদের দাঁত পড়ে গিয়ে সেই স্থানে এডাল্ট দাঁত উঠা একটা স্বাভাবিক ব্যাপার।দাঁত পড়া এবং সেই স্থানে আরেকটা দাঁত পড়ে একটা নির্দিষ্ট সময়ে(যা ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে)।অনেক ক্ষেত্রে দাঁত পড়ার আগে অর্থাৎ যখন একটু নড়ত তখন কোনো এক কারণে দাঁত নড়ে মাড়ি থেকে আলগা হয়ে না যেয়ে আবার স্থায়ী বসে যায়।এই ক্ষেত্রে যে দাঁত নতুন করে উঠার কথা সেই দাঁতেরও আবার উঠতে হবে সে তো আর মাড়ির ভিতরেই থাকবে না আজীবন তাই আগের বাচ্চা দাঁতের কোনো এক পাশ দিয়ে এডাল্ট দাঁত উঠা শুরু করে দেয় যা গজ দাঁত নামে পরিচিত।