যদি একটা ফলের ভিতরে অন্য একটা ফলের ভিতরে আরেকটা ফল দেখতে পাওয়া যায় তাহলে এতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই। এই ঘটনাটির একটি সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।
বিভিন্ন বাহ্যিক প্রভাবক যেমনঃ তাপ, চাপ, আদ্রতা,পানি ও পুষ্টি অভাব হলে অনেক সময় দেখা যায় যে উদ্ভিদের রেন্ডম কিছু ফুলে পুংকেশরগুলো গর্ভপত্রে রুপান্তর হয়ে ডিম্বাশয়ের গায়ে অবিচ্ছিন্নভাবে সংযুক্ত হয়। ফুলের মধ্যে হওয়া এই ধরনের অদ্ভুত আচোরণকে বলা হয়ে Stamen-Carpellody.
আর এভাবে পুংকেশর ও গর্ভকেশরের গাঠনিক বিচ্যুতির মাধ্যমে একটি ফলের ভিতরে অন্য একটি ফল হওয়া অস্বভাবিকের কিছু না।
.
.
.
.
Shah Reyajur Rahman Raj (টিম সায়েন্স বী)