মুরগির পাগুলো অনাবৃত বা পালক থাকে না, ও চিকন, তাদেরকে এই পায়ের ওপর ভর করেই যেকোন জায়গা তে দাড়িয়ে থাকতে হয়। তো তারা তাদের পা উষ্ণ রাখার জন্য তাদের পা শরীরের কাছে ভাঁজ করে আনে। বার্ডনোট অর্গানাইজেশনের মতে মুরগির পা গুলো এমন ভাবে ডিজাইন করা যেখানে হৃৎপিণ্ড থেকে আসা উষ্ণ রক্ত আর শিরায় থাকা ঠান্ডা রক্ত(যা হৃৎপিণ্ডে পাঠানো হয়) খুব নিকটে অবস্থান করে। এক পা উচু করে শরীরের কাছে নিয়ে আসার মাধ্যমে তারা তাদের পা থেকে শরীরের অর্ধেক তাপমাত্রা কম ক্ষরণ করছে। এছাড়া Bumblefoot (ব্যাক্টেরিয়াল ইনফেকশন) ভাংগা নখ, কিংবা Scale Mites এর কারণেও এক পা উচু করে রাখতে দেখা যায়, এছাড়া অনেক সময় রিল্যাক্সিং এর জন্যেও এ পদ্ধতি অবলম্বন করে।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি