Samsun Nahar Priya-
ঘুম থেকে উঠার পর অনেকের শরীরে আচঁড়ানোর দাগ/ খামছির দাগ থাকে এবং এটি দেখে অনেকে ভয় পেয়ে যান। বিশেষ করে এটি আপনার নিজের দ্বারাই ঘুমের মধ্যে ঘটে থাকে। ডার্মাটোগ্রাফিয়া হলো ত্বকের একধরনের অবস্থা যা স্কিন রাইটিং নামেও পরিচিত। যাদের ডার্মাটোগ্রাফিয়া থাকে তারা রাতে ঘুমের মধ্যে ত্বক হালকা চুলকালেও পরবর্তীতে সেখানে খামছি/ আঁচড়ে দেওয়ার মত দাগ দেখা যায়। রাতে অনেকেরই শরীর চুলকায় তাই ঘুমের মধ্যে শরীর চুলকালে সেই স্থানে একদম লালচে হয়ে যেতে পারে।
©Priya