ফগিং মেশিন মূলত পানি, ড্রাই আইস, লিকুইড নাইট্রোজেন এছাড়াও আরো কিছু কেমিক্যাল যেমন, গ্লাইকল মেশানো হয় এইটা তৈরি করতে।
এটা অবশ্যই ক্ষতিকর। যাদের চোখে সমস্যা এই গ্যাস চোখে পড়লে চোখ জ্বালা করে, অনেকের শ্বাস নিতে সমস্যা হয়। তবে বেশি সমস্যা হয় যাদের ফুসফুসে বা অ্যাজমা সমস্যা আছে। নাকে সমস্যা থাকলে নিঃশ্বাস নিতে যেখানে সমস্যা হয় সেখানে ফুসফুস যাদের আছে তাদের সমস্যা কতটা বেশি সেটা বোঝাই যায়।
একটা ছোট্ট ঘটনা বলি। আমি যে বাসায় থাকি সে বাসার নিচে মাসখানেক আগে ফগিং মেশিনের সামনে এক বাচ্চা ছেলে হঠাৎ সামনে পড়ে গিয়েছিল। গ্যাসের পরিমাণ বেশি থাকায় ছেলেটির এক পাশের অংশ অন্য রকম আকৃতি ধারণ করেছিল।
সবার উচিত মাস্ক ব্যবহার করা এবং উৎসুক মানুষদের মতো এই মেশিনের ধারে কাছে না ঘেঁষাই ভালো। এ ব্যাপারে আরো ভালো জানতে ডাক্তার কে জিজ্ঞেস করতে পারেন।
তথ্যসূত্রঃ কোরা