লিখেছেন Farian Imran
তাপমাত্রার তারতম্যের কারণে এমনটা হয় হয়ে থাকে। শীতকালে সাধারণত তাপমাত্রা থাকে 10-15 ডিগ্রী সেলসিয়াস অন্যদিকে আমাদের শরীরের তাপমাত্রা থাকে 30- 40 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু বাইরের তাপমাত্রা থেকে মূত্রে তাপমাত্রা বেশি তাই ধোঁয়া বের হয়ে থাকে।