Nishat Tasnim-
আমরা জানি, পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তারা বিভিন্ন ফল ও গাছের রস খেয়ে জীবনধারণ করে। স্ত্রী মশা অর্থাং মশকীরাই কেবল মানুষ ও অন্যান্য প্রাণীদের কামড়ায়। মশার শুড় বা শোষক ছয়টি সূঁচের তৈরি যা প্রায় সিরিঞ্জের মতো দেখতে। এর মাধ্যমে মশকী ত্বকের নিচের রক্তনালী থেকে রক্ত শোষণ করে নেয়। এখন মশা আপনাকে কামড় দেওয়ার সময় যদি আপনি তাকে মেরে ফেলেন তাহলে এই শুড় ত্বকে থেকে যেতে পারে। মশার শুড় আকৃতিতে অনেক ছোট, তাই শুড় ত্বকে থেকে গেলেও তা ঘামের সাথে বের হয়ে যাবে, আপনি টেরও পাবেন না।
© নিশাত তাসনিম || সাইন্স বী