বিড়াল পুষলে হার্ট অ্যাটাকের ঝুঁকি এক-তৃতীয়াংশ কমে ; কিন্তু অনেকের মধ্যে এটি নিয়ে একধরনের কনফিউশন কাজ করে। দীর্ঘ ১০ বছর ধরে প্রায় ৪০০০ আমেরিকানদের উপর এটি নিয়ে গবেষণা চালানো হয়৷ গবেষণার পর গবেষকরা এর ফলাফল জানান। ইউনিভার্সিটি অব মিনেসোটা এর স্ট্রোক ইন্সটিটিউট এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ড. আদনান কুরেশি, US News and World Report - এ জানান যে, " বেশ কিছু বছর ধরে আমরা জানতাম সাইকোলজিক্যাল স্ট্রেস (Psychological Stress) ও উদ্বিগ্নতা মূলত কার্ডিওভাস্কুলার ইভেন্টস তথা হার্ট অ্যাটাকের সাথে জড়িত।" তিনি বলেন, "বিড়াল পু্ষলে সাইকোলজিক্যাল স্ট্রেস ও এংজাইটি (Anxiety) কম থাকে।"
যাই হোক, এখন পর্যন্ত কিছু গবেষকরা এটি মেনে নিতে পারেন নি। কুরেশি মনে করেন, যারা বিড়াল পুষেন তাদের ক্ষেত্রে বিড়াল চিন্তা ভাবনা দূর করাতে সাহায্য করে এবং প্রেশার কমায় যা হার্টের জন্য ভালো।
কিন্তু তার এই কথায় অনেক বিশেষজ্ঞ ও ভেটেরানরা একমত নয় বলে অনেকেই অনেক কটুক্তিমূলক কথাও বলেছেন। Myerburg বলেন," বিড়াল অন্যান্য প্রাণীর তুলনায় বেশি এলার্জেনিক, এর ফলে ইমিউন রেসপন্স হার্ট অ্যাটাকের উপর প্রভাব ফেলতে পারে ; কিন্তু আমি বুঝলাম না এই গবেষণার ফলাফল কেন বিপরীত হলো।"
যাই হোক, গবেষণার ফলাফল অনুযায়ী বিড়াল পুষলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে কারন বিড়াল চিন্তা-ভাবনা কিছুটা হলেও কমাতে সাহায্য করে তবে এটি নিয়ে অনেক মতবিরোধ রয়েছে।
রেফারেন্স:
https://www.google.com/amp/s/abcnews.go.com/amp/Health/HeartDiseaseCenter/story%3fid=4325718&page=1