বিড়াল হাজার বছর সময় থেকে পোষা প্রাণী হলেও পূর্বপুরুষদের সাথে তাদের শারীরিক বৈশিষ্ট্য ও আচরণের ব্যাপক মিল রয়ে গিয়েছে। এমন একটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা মাংসাশী। বিড়াল বাঘ প্রজাতিরই একটি পোষ মানা প্রাণী। ফলে তারা প্রায়ই শিকার করার মুডে থাকে, এমনকি পেটে পর্যাপ্ত খাবার থাকলেও বিড়ালকে শিকার করতে দেখা যায়। এর থেকে বুঝতে পারা যায় বিড়ালের জন্য খাওয়া ও শিকার দুটো আলাদা আলাদা প্রয়োজন।
আর তাদের কাছে এই শিকার খেলা বা ক্রেডিট ধরনের তাই তারা বাসায় এসব প্রাণী নিয়ে এসে দেখাতে চায়! আবার কিছু কিছু সাইকোলজি বলে বিড়াল তার মালিককে ভালোবেসে তার জন্য এই শিকার নিয়ে আসে!
Nadia Islam