আমদের ত্বকের নিচে লক্ষ লক্ষ রক্ত কোষ রয়েছে। শিরা উপশিরা ধমনি রয়েছে। এই শিরা উপশিরা ধমনি দিয়ে সারাক্ষণ শরীরের নানা প্রান্তে রক্তচলাচল করছে। আমাদের শরীরের যে যে অংশে রক্তচলাচল কম হয়, কিংবা হয় না, সেই সমস্ত জায়গাই ঠান্ডা হয়ে যায়। অর্থাত্, শরীরে রক্তের পরিবহণ ঠিকঠাক না হলেই হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। আর যদি শরীরে রক্তের পরিবহণ ঠিকঠাক থাকে তবে হাত গরম থাকে।।