কানের কাছে বাড়তি ফুটো!
আপনি হয়তো কখনো এমন কাউকে দেখে থাকবেন, যার কানের পাশে একটি বাড়তি ফুটো রয়েছে। এই ফুটোকে বলা হয় ‘প্রিওরিকুলার সাইনাস’। পৃথিবীর মাত্র ৫ শতাংশ মানুষের কানের কাছে এমন ফুটো থাকে।
বলা হয়ে থাকে, সকল প্রাণীর দেহেই যে একসময় ফুলকা ছিল, এটি তার প্রমাণ। এটিই সেই ফুলকা বা কানকোর বিবর্তিত রূপ। ভ্রুণ গঠনের সময় এর সৃষ্টি হয়। এটি একটি জেনেটিক বৈশিষ্ট্য। কারো একটি কানে, কারো আবার দু’কানেই এমন ফুটো থাকতে পারে। মানবদেহের কোনো কাজেই এটি লাগে না। কোনো ক্ষতিকর দিকও নেই। তবে কেউ চাইলে সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে এটি সরিয়ে ফেলতে পারে।
সংগৃহিত