রহস্যটা নির্ভর করে আমাদের শরীরের ভেতরের তাপমাত্রার ওপর । ভাইরাস বা অন্য কোনো জীবাণুর আক্রমণে শরীরে রোগ-ব্যাধি বাসা বাঁধলে শরীরে জ্বর অনুভূত হয় । কারণ রোগ-জীবাণু তাদের কার্যকলাপ দ্বারা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বাড়িয়ে দেয় । এ কারণেই জ্বর আক্রান্ত শরীর উষ্ণ হয় । শরীরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে বাইরের তাপমাত্রা যা-ই হোক না কেন, তা দেহের অভ্যেন্তরের তুলনায় অনেক কম হয় । এ কারণেই শীত অনুভূত হয়, ইচ্ছে হয় সারাবেলা লেপ মুড়ি দিয়ে থাকতে । আবার হঠাৎ জ্বর কমে গেলে, কমে যায় দেহের তাপমাত্রা; ফলে আমরা আকস্মিক গরম অনুভব করি, ঘেমে উঠি ।