বাংলাদেশে আপেল চাষ
আপেল চাষের জন্য প্রয়োজন বেলে ও বেলে-দোঁয়াশ মাটি। মাটির পিএইচ মাত্রা যাতে সাড়ে চার থেকে সাড়ে ছয়ের মধ্যে থাকে তা সবার আগে দেখে নিতে হবে। আপেল গাছের চারা নির্বাচন আর একটি বড় ফ্যাক্টর। বাজারে হরেক রকম চারা পাওয়া গেলেও প্রতিষ্ঠিত নার্সারির সঙ্গে আপেল চারার জন্য যোগাযোগ রাখতে হবে।
*****বাংলাদেশে আপেল চাষ করুন।****
আপেল গাছ এখন বাংলাদেশ আবহাওয়া উপযোগী,আপনি চাইলে এখন বাংলাদেশে আপেল বাগান গড়ে তুলতে পারেন।
১.ইহ বাংলাদেশ আবহাওয়া উপযোগী।
২.খেতে সুস্বাদু ও মিষ্টি।
৩.রোপনের মাত্র ২-২.৫ বৎসরে ফল ধরা শুরু হয়।