হিমালয় না থাকলে সব আর্দ্রতা উত্তর দিকে চলে যেত। গরমের দিনে বৃষ্টি হতো না, আবার একই সঙ্গে ঠান্ডার দিনে উত্তুরে (বা ইউরোপের) তীব্র শৈত্যপ্রবাহ হাওয়া চলে আসত। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত কম হতো,আর শীত মৌসুমে প্রচন্ড ঠান্ডা পড়তো।হিমালয় প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এটি উত্তুরে তীব্র ঠান্ডা আসতে দেয় না আবার আর্দ্রতাকেও যেতে দেয় না। এ জন্য বর্ষাকালে বৃষ্টি হচ্ছে এবং শীতল হাওয়া বাধা পাচ্ছে।
তথ্যসূত্রঃদৈনিক প্রথম আলো