চাঁদ না থাকলে আমাদের রাতের জীবনে পরিবর্তন আসবে । চাঁদ না থাকায় পৃথিবীর দিনের ভাগেও মারাত্মক পরিবর্তন আসবে। এছাড়াও পৃথিবীর ওপরও এর প্রভাব পড়বে মারাত্নক ।
পৃথিবী যেমন চাঁদের উপর মহাকর্ষীয় টান অনুভব করে তেমনি চাঁদও পৃথিবীর উপর মহাকর্ষীয় টান অনুভব করে। চাঁদের এই মহাকর্ষীয় টানের জন্য পৃথিবীর ঘূর্ণন গতি কম থাকে। আবার চাঁদের মাধ্যাকর্ষণ জনিত কারণে আমাদের পৃথিবীর সমুদ্রের পানির উত্থান ও পতন সম্পন্ন হয়। পানির এই উত্থান পতনের সময় পানি ও পৃথিবীর একধরনের ঘর্ষণ সৃষ্টি হয় যার ফলেও পৃথিবীর গতি হ্রাস পায়। চাঁদ যদি না থাকে তাহলে এটা সম্ভব যে সমুদ্রের পানি আমাদের সমস্ত পৃথিবীতে সমানভাবে ছড়িয়ে যাবে এবং তার ফলে পৃথিবীর সাথে পানির ঘর্ষণও কমে যাবে।
আর এমন যদি হয় তাহলে পৃথিবীর গতি অনেক বেড়ে যাবে এবং এর ফলে আমাদের দিনের সময়সীমা কমে যাবে।তাই হটাৎ করেই যদি চাঁদ অদৃশ্য হয়ে যায় তাহলে আমাদের দিন ২৪ ঘন্টার জায়গায় হয়ে যাবে ৬ বা ১২ ঘন্টা। আবার আমাদের দিন যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের বর্ষপঞ্জি ও বদলে যাবে কারণ দিন ৬ বা ১২ ঘন্টায় হলে আমাদের পৃথিবীতে বছর আর ৩৬৫ দিনে না হয়ে বছর হবে ১০০০ এর ও বেশি দিনে!
চাঁদ যেহেতু পৃথিবীর পানির উচ্চতা ও চলাচলে প্রভাব ফেলে তাই হটাৎ যদি কোনদিন চাঁদ অদৃশ্য হয়ে যায় তাহলে সেটা পানির জোয়ার-ভাটায় ও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। পৃথিবীর আবর্তনের কারণে সমুদ্র যখন চাঁদের দিকে আসে তখন সেখানকার পানিতে উচ্চ জোয়ার সৃষ্টি হয়। আবার গ্রহের বিপরীতে যেখানে সমুদ্র চাঁদ থেকে দূরে সরে আসে সেখানে ও আরেকটি উচ্চ জোয়ার সৃষ্টি হয়। আবার বাল্জের উভয় পাশে তখন সংঘটিত হয় নিম্ন জোয়ার। পৃথিবী যেহেতু ঘুরছে তাই পৃথিবীর ঘূর্ণণের সাথে সাথে জোয়ার ভাটার ও পরিবর্তন হয়।
বিজ্ঞানীরা বলে থাকেন যদি চাঁদ না থাকে তাহলে উচ্চ জোয়ার গুলো এখনকার আকারের তিন ভাগের এক ভাগ হবে এবং নিম্ন জোয়ারগুলো আরও ছোট হয়ে যাবে। এর ফলে জোয়ার ভাটার উপর নির্ভর করে যেসব প্রাণী বেচে আছে তাদের জীবনে মারাত্মক প্রভাব পরবে।
হটাৎ যদি কোনদিন চাঁদ অদৃশ্য হয়ে যায় তাহলে সেটা আমাদের আবহাওয়ার উপরও প্রভাব ফেলবে। কারন চাঁদ পৃথিবীর ঘূর্ণন গতি নিয়ন্ত্রণ করে। চাঁদ না থাকলে পৃথিবীর গতি বেড়ে যাবে যা পৃথিবীর বায়ুমন্ডল ও বাতাসের গতিকে বদলে দেবে।এমন যদি হয় যে চাঁদ অদৃশ্য হয়ে গেছে তাহলে পৃথিবীতে বাতাসের গতি অনেক বেড়ে যাবে এবং বাতাস অনেক শক্তিশালী হয়ে উঠবে।
চাঁদের অনুপস্থিতি আমদের ঋতুচক্রেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে । চাঁদ না থাকায় এমনও হতে পারে যে আমাদের পৃথিবীতে উল্লেখযোগ্য আর কোন ঋতু
পরিবর্তন দেখতে পাব না। অর্থাৎ আমাদের পৃথিবীর মৌসুম থমকে যাবে।
হটাৎ যদি কোনদিন চাঁদ অদৃশ্য হয়ে যায় তাহলে আমাদের সমস্ত পৃথিবী থমকে যাবে।থমকে যাবে পৃথিবীর সকল প্রাণিকুল ও জীবকুল। চাঁদের অনুপস্থিতি প্রভাব ফেলবে সমুদ্রের জোয়ার ভাটায়, প্রভাব ফেলবে দিনের সময়সীমাতে।চাঁদ না থাকলে রাত হবে আরো কালো, নানা ঋতুতে রঙিল আমাদের পৃথিবী হয়ে যাবে স্থির। চাঁদ না থাকলে পৃথিবীতে আর পূর্নিমা আসবে না। মায়াবী চাঁদের দিকে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে কবিদের আর কবিতা লেখা হবে না।পৃথিবী হয়ে যাবে রিক্ত, পৃথিবী হয়ে যাবে মলিন,পৃথিবী হয়ে যাবে শুন্য এক গ্রহ!