সাউথইস্টার্ন লুইজিয়ানা বিশ্ববিদ্যলয়ের পদার্থবিজ্ঞানী রেত অ্যালেইনের মতে, ধাক্কার পরিমাণ বিশাল মনে হলেও আসলে কিছু ঘটবে না। কারণ, পৃথিবী জুড়ে এই ৮০০ কোটি মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন। একেকজন আছেন একেক দিকে। তাই সবাই মিলে পৃথিবীর সবদিক থেকে একসঙ্গে লাফ দিলে, লাফিয়ে ওঠা এবং নেমে আসার ধাক্কা গড় হিসেবে কাটাকাটি হয়ে যাবে। আরেকটু সহজ করে যদি বলি, বাংলাদেশের উল্টোপাশে আছে যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশ বা ভারতসহ আশেপাশের এলাকায় যাঁরা লাফ দেবেন, তাঁদের লাফিয়ে ওঠা এবং নেমে আসার ধাক্কা উল্টোপাশের মার্কিনিদের নেমে আসার ধাক্কার সঙ্গে কাটাকাটি হয়ে যাবে। ফলে পৃথিবীর ওপর প্রযুক্ত লব্ধি (মোট) বলের পরিমাণ হবে অতিসামান্য বা প্রায় শূন্য।
আপনি হয়তো মনে মনে ভাবছেন, ৮০০ কোটি মানুষ লাফ দিয়েও কিছু হলো না! পণ্ডশ্রম! সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকায় যেহেতু কিছু হচ্ছে না, এবার তাহলে অন্য ব্যবস্থা করা যাক। কী করা যায়? হ্যাঁ, ঠিক ধরেছেন, সবাইকে এক জায়গায় জড়ো করতে হবে। এতে লাফ দেওয়ার বিষয়টিতেও সামঞ্জস্য আসবে। সবাই মিলে একদম একইসঙ্গে লাফ দেওয়া যাবে।
বিজ্ঞানচিন্তা