শুধু পৃথিবী কেন, গোটা সূর্য এর সৌরজগৎ সহ গায়েব হয়ে গেলেও দৃশ্যমান কোনো প্রভাব পড়বে না সমগ্র মহাকাশে। মহাকাশের নিঃসীম আকারের তুলনায় সূর্যের মতো একটি নক্ষত্র বা পৃথিবীর মতো একটি গ্রহ কিছুই না।
প্রতিনিয়ত মহাকাশে সূর্যের চেয়ে বহুগুণ বড়ো নক্ষত্র সুপারনোভা হচ্ছে, আপনি আমি এর কিছুই জানতে পারছি না। অনুভবও করতে পারছি না। তাই ব্যাপারটা কিছুটা আপেক্ষিকও বটে।