চাঁদ পৃথিবীর ঘূর্ণন কে প্রভাবিত করে। চাঁদ সমুদ্র, আবহাওয়া, ঋতু পরিবর্তন, দিনের সময় ইত্যাদিকে প্রতিফলিত করে। চাঁদ না থাকলে রাতগুলো আরো বেশি অন্ধকার হতো, জোয়ার ভাটার কোনো নিয়ন্ত্রণ থাকত না, ঋতু পরিবর্তনের কোনো নিয়ম থাকত না, দিনের সময় বদলে যেত ইত্যাদি।