গণিত সরাসরি ভাবে মানুষের কল্যানে কাজে লাগে না। গণিতের কাজ ব্যাখ্যা করা, প্রমাণ করা। শুধু এতটুকু নোবেল পুরষ্কার পাবার জন্য যথেষ্ট নয়। আলফ্রেড নোবেল ডিনামাইট বানিয়ে সভ্যতার যে ক্ষতি করেছেন, তিনি তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন নোবেল পুরষ্কার দিয়ে। তাই আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী, এই পুরষ্কার শুধু তাদেরকেই দেওয়া হবে, যাদের কাজে মানুষের কল্যান হয়। একজন মানুষ প্রতিভাবান হলেই তাকে নোবেল দেওয়া হবে, এমন কোন কথা নেই। বা একটা বিষয় খুব বিজ্ঞানসিদ্ধ, জটিল, বুদ্ধিদীপ্ত হলেই তাকে নোবেল পুরষ্কার দেওয়া যাবে না, যতক্ষণ না পর্যন্ত এটা মানুষের কাজে লাগছে।
এই কারণে স্টিফেন হকিং নোবেল পাননি। আইনস্টাইনও পেত না, যদি না তার আবিষ্কার- ফটো ইলেক্ট্রিক এফেক্ট মানুষের কাজে লাগত।
-Bappy