Samsun Nahar Priya-
অতিরিক্ত আয়না দেখা কোনো ফোবিয়ার আওতায় পড়ে না। তবে কিছু ব্যক্তি আছে যারা নিজেকে আয়নায় দেখতে খুব পছন্দ করেন। মূলত কিছু সাইকোলজিক্যাল ব্যাপার ও সেল্ফ ডিসঅর্ডার (Self Disorder) এর কারনে হয় থাকে। যেমনঃ
১. নিজেকে আয়নায় দেখতে খুব পছন্দ করা
২. সামাজিক অনিরাপত্তা (নিজেকে কারও জন্য নিরাপত্তাহীন মনে করলে সেক্ষেত্রে আয়নায় বার বার নিজের প্রতিচ্ছবি দেখতে চাইবেন যা একটি সাইকোলজিক্যাল ব্যাপার)
৩. নিজেকে সুন্দর ও আকর্ষণীয় মনে করা
(উপরোক্ত তিনটি কারন মূলত সাইকোলজিক্যাল কারনে ঘটে)
এছাড়া, নার্সেসিজম ডিসঅর্ডার ও অ্যানোরেজিয়া নার্ভোসা ডিসঅর্ডার এর কারনে মানুষ বার বার আয়নায় নিজেকে দেখতে পছন্দ করে।