হ্যা অতিরিক্ত ঘুম এটা রোগ। বিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘুমানোকে সাধারণত Hypersomnla বলে।কেউ যদি ৯ ঘন্টার বেশি ঘুমায় তবে তাকে অতিরিক্ত ঘুম বলে আখ্যায়িত করা হয়েছে। আর এর জন্য অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। সকালে বেশি ঘুমানোর ফলে মস্তিষ্ক জেগে ওঠে না। সকাল ১০ টা এর পর ঘুম থেকে জাগলে মস্তিষ্ক ক্রিয়া মন্থর হয় এবং সারাদিন শুধু ক্লান্তির লাগে।