আমরা আমাদের শরীরে একবার ঠান্ডা একবার গরম অনুভব করি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+4 টি ভোট
841 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (730 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
আমরা যখন আমাদের শরীরের অনুভুতির দিকে মনোনিবেশ করি তখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের শরীর একবার ঠান্ডা ও একবার গরম হচ্ছে।

2 উত্তর

+2 টি ভোট
করেছেন (1,630 পয়েন্ট)
১. আপনি খুব বেশি হালকা-পাতলা হলে এমন ঘটতে পারে। বিএমআই ১৮.৫ অথবা এর কম হলে শীত অনুভূত হতে পারে। দেহে চর্বির পরিমাণ কম থাকলে গরম কম অনুভূত হয়।

২. থায়রয়েড গ্রন্থিতে সমস্যা দেখা দিলে সব সময় ঠাণ্ডা লাগতে পারে। তা ছাড়া সব সময় ঠাণ্ডা লেগে থাকা হাইপোথাইরডিজম এর লক্ষণ। আদর্শ পরিমাণ থায়রয়েড হরমোনের অভাবে বিপাকক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এতে দেহে তাপ উৎপন্ন হয় না। ফলে শীত অনুভূত হতে পারে।

৩. দেহে আয়রনের ঘাটতি থাকলে ক্রনিক কোল্ডনেস দেখা দিতে পারে। এই খনিজটি রক্তের লোহিত কণিকাকে গোটা দেহে অক্সিজেন বয়ে নিতে সহায়তা করে। দেহের গোটা প্রক্রিয়ায় তাপ ও শক্তি জোগায় আয়রন। এর অভাব থায়রয়েড গ্রন্থিকে আদর্শভাবে কাজ করতে বাধাগ্রস্ত করে।

৪. অনেকের এমন হয় যে হাত দুটো ঠাণ্ডা অনুভূত হয়, কিন্তু দেহের বাকি অংশ স্বাভাবিক লাগে। এ ক্ষেত্রে দেহে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে ধরে নিতে পারেন। কার্ডিওভাসকুলার সমস্যা অন্যতম কারণ হতে পারে। এর অর্থ হলো, আপনার হৃদযন্ত্র সঠিকভাবে রক্ত পাম্প করতে পারছে না। আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে বিশেষ এক রোগ যাকে বলা হয় 'রেনডস'। এটি হাতের রক্ত চলাচলকারী শিরাগুলোকে সরু করে দেয়। ফলে হাত দুটো ঠাণ্ডা অনুভূত হয়।

৫. ঘুমের অভাবেও দেহ শীতল মনে হয়। তবে ঘুমের অভাবে কেন এমন হয় তা এখনো পরিষ্কার নয়। বিশেষজ্ঞের ধারণা, স্ট্রেটের কারণে এবং আরাম না পাওয়ায় এমন হতে পারে। এতে করে হাইপোথ্যালামাসের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। ফলে দেহে তাপ উৎপাদানের সঙ্গে মস্তিষ্কের যে অংশটি কাজ করে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে।

৬. প্রাপ্তবয়স্কদের দেহের ৬০ শতাংশ পানিতে পূর্ণ থাকে। দেহের তাপ নিয়ন্ত্রণে পানির ভূমিকা রয়েছে। দেহে যথেষ্ট পরিমাণ পানি থাকলে তা তাপ ধরে রাখে এবং ধীরে ধীরে ত্যাগ করে। এতে ভারসাম্য বজায় থাকে। কিন্তু পানির অভাব ঘটলে দেহের তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

৭. প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন বি১২ না গ্রহণ করলেও এমন হয়। গোটা দেহে অক্সিজেন প্রবাহে কাজ করে বি১২। এর অভাবে লোহিত রক্তকণিকার অভাব ঘটে। এতে 'ক্রনিক কোল্ডনেস' ঘটে।

৮. নারীদের দেহে অনেক সময় এমন অনুভূত হয়। পুরুষদের চেয়ে নারীদের দেহ বেশি উষ্ণ থাকে। কারণ, নারী দেহে হৃদযন্ত্র বা মস্তিষ্কের মতো বড় প্রত্যঙ্গে রক্ত চলাচল বেশি থাকে। ফলে হাত এবং পায়ের মতো অঙ্গগুলোতে কম রক্ত চলাচল শুরু করে। এতে এই অঙ্গগুলো ঠাণ্ডা অনুভূত হয়। গবেষণায় দেখা গেছে, এতে হাত-পায়ের মতো অঙ্গের তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

৯. ডায়াবেটিস থাকলেও এমন হতে পারে। এ রোগের কারণে দেহে এমন এক অবস্থার সৃষ্টি হয় যার নাম 'পেরিফেরাল নেফ্রোপ্যাথি'। এই অবস্থায় স্নায়ুতন্ত্রে এক ধরনের শিরশিরে অনুভূতি হয় যার কারণে শীত লাগতে পারে।

১০. দেহের পেশি তাপ উৎপাদনে সক্রিয় থাকে। যাদের দেহের পেশির অবস্থা শোচনীয়, তাদের শীত অনুভূত হতে পারে। তাই পেশির অবস্থার উন্নতি ঘটালে এ অবস্থা থেকে মুক্তি মিলতে পারে।
করেছেন (730 পয়েন্ট)

মিস্টার আমি বলতে চাচ্ছি একবার ঠান্ডা একবার গরম অনূভুতি কেনো হয়! 

এখন আমি কি আপনার উত্তর থেকে এটি বুঝবো যে, এই কারণে আমার শরীর ঠান্ডা হচ্ছে আবার এই কারণ থাকার কারণে গরম হচ্ছে; আর এই দুটি কারণ একসাথ হওয়ায় আমি একবার গরম একবার ঠান্ডা অনুভব করছি! 

 

এখানে আপনার উল্লিখিত কারণ মধ্য হতে ৯৮% অমার মাঝে অনুপস্থিত ; আর বাকি ২% কারণ আমার মাঝে আছে তা হতে পারে! 

 

আপনাকে ধন্যবাদ 

0 টি ভোট
করেছেন (1,630 পয়েন্ট)
১. আপনি খুব বেশি হালকা-পাতলা হলে এমন ঘটতে পারে। বিএমআই ১৮.৫ অথবা এর কম হলে শীত অনুভূত হতে পারে। দেহে চর্বির পরিমাণ কম থাকলে গরম কম অনুভূত হয়।

২. থায়রয়েড গ্রন্থিতে সমস্যা দেখা দিলে সব সময় ঠাণ্ডা লাগতে পারে। তা ছাড়া সব সময় ঠাণ্ডা লেগে থাকা হাইপোথাইরডিজম এর লক্ষণ। আদর্শ পরিমাণ থায়রয়েড হরমোনের অভাবে বিপাকক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এতে দেহে তাপ উৎপন্ন হয় না। ফলে শীত অনুভূত হতে পারে।

৩. দেহে আয়রনের ঘাটতি থাকলে ক্রনিক কোল্ডনেস দেখা দিতে পারে। এই খনিজটি রক্তের লোহিত কণিকাকে গোটা দেহে অক্সিজেন বয়ে নিতে সহায়তা করে। দেহের গোটা প্রক্রিয়ায় তাপ ও শক্তি জোগায় আয়রন। এর অভাব থায়রয়েড গ্রন্থিকে আদর্শভাবে কাজ করতে বাধাগ্রস্ত করে।

৪. অনেকের এমন হয় যে হাত দুটো ঠাণ্ডা অনুভূত হয়, কিন্তু দেহের বাকি অংশ স্বাভাবিক লাগে। এ ক্ষেত্রে দেহে রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলে ধরে নিতে পারেন। কার্ডিওভাসকুলার সমস্যা অন্যতম কারণ হতে পারে। এর অর্থ হলো, আপনার হৃদযন্ত্র সঠিকভাবে রক্ত পাম্প করতে পারছে না। আরেকটি সম্ভাব্য কারণ হতে পারে বিশেষ এক রোগ যাকে বলা হয় 'রেনডস'। এটি হাতের রক্ত চলাচলকারী শিরাগুলোকে সরু করে দেয়। ফলে হাত দুটো ঠাণ্ডা অনুভূত হয়।

৫. ঘুমের অভাবেও দেহ শীতল মনে হয়। তবে ঘুমের অভাবে কেন এমন হয় তা এখনো পরিষ্কার নয়। বিশেষজ্ঞের ধারণা, স্ট্রেটের কারণে এবং আরাম না পাওয়ায় এমন হতে পারে। এতে করে হাইপোথ্যালামাসের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। ফলে দেহে তাপ উৎপাদানের সঙ্গে মস্তিষ্কের যে অংশটি কাজ করে তা নিষ্ক্রিয় হয়ে পড়ে।

৬. প্রাপ্তবয়স্কদের দেহের ৬০ শতাংশ পানিতে পূর্ণ থাকে। দেহের তাপ নিয়ন্ত্রণে পানির ভূমিকা রয়েছে। দেহে যথেষ্ট পরিমাণ পানি থাকলে তা তাপ ধরে রাখে এবং ধীরে ধীরে ত্যাগ করে। এতে ভারসাম্য বজায় থাকে। কিন্তু পানির অভাব ঘটলে দেহের তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।

৭. প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন বি১২ না গ্রহণ করলেও এমন হয়। গোটা দেহে অক্সিজেন প্রবাহে কাজ করে বি১২। এর অভাবে লোহিত রক্তকণিকার অভাব ঘটে। এতে 'ক্রনিক কোল্ডনেস' ঘটে।

৮. নারীদের দেহে অনেক সময় এমন অনুভূত হয়। পুরুষদের চেয়ে নারীদের দেহ বেশি উষ্ণ থাকে। কারণ, নারী দেহে হৃদযন্ত্র বা মস্তিষ্কের মতো বড় প্রত্যঙ্গে রক্ত চলাচল বেশি থাকে। ফলে হাত এবং পায়ের মতো অঙ্গগুলোতে কম রক্ত চলাচল শুরু করে। এতে এই অঙ্গগুলো ঠাণ্ডা অনুভূত হয়। গবেষণায় দেখা গেছে, এতে হাত-পায়ের মতো অঙ্গের তাপমাত্রা ২.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 496 বার দেখা হয়েছে

10,837 টি প্রশ্ন

18,539 টি উত্তর

4,746 টি মন্তব্য

843,275 জন সদস্য

13 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 13 জন গেস্ট অনলাইনে
  1. M_Hamza

    200 পয়েন্ট

  2. Dibbo_Nath

    140 পয়েন্ট

  3. TerrellStrod

    100 পয়েন্ট

  4. sonclublocker1

    100 পয়েন্ট

  5. 555wineucom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল কী চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল আগুন গাছ মনোবিজ্ঞান খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার দুধ উপায় হাত শব্দ মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য বাচ্চা হলুদ বাংলাদেশ সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...