কষ্ট পেলে কান্না পায় কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+10 টি ভোট
2,081 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (230 পয়েন্ট)

3 উত্তর

+2 টি ভোট
করেছেন (15,750 পয়েন্ট)

মানুষ কষ্ট পায় কেন?
মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ কষ্ট পায় না, কষ্ট
তৈরি করে। কে কেমন কষ্ট তৈরি করবে, সেটা তার
বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষা
কোয়ালিটি অব ইনফরমেশন ও বিশ্বাসের ওপর
নির্ভর করে
মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গিই নির্ধারণ করে তার কষ্ট।
যেমন কোনো ঘটনা কাউকে কতটা কষ্ট দেয়,
এর জন্য ঘটনা যতটা না দায়ী, তার চেয়ে বেশি
দায়ী ব্যক্তি কীভাবে ঘটনার মূল্যায়ন করছে তা।
ধরা যাক অফিসের নির্বাহী কর্মকর্তার কথা।
অফিসের তিনজন কর্মী দেরি করে আসায়
ডেকে তিনজনকেই তিনি সতর্ক করলেন। একজন
বিষয়টিকে স্বাভাবিকভাবে (বস তো এমনটা বলতেই
পারেন) নিয়ে কাজে মনোযোগ দিলেন।
দ্বিতীয়জন মন খারাপ করে বসে রইলেন (হঠাৎ দু-
এক দিনের জন্য বস আমাকে এভাবে অপমান
করলেন)। তৃতীয়জন হয়তো কিছুটা রাগে, কষ্টে
কেঁদে চোখের পানি মুছছেন। আর ভাবছেন, না,
এখানে কাজ করা যাবে না। তাহলে ব্যাপারটি কী
দাঁড়াল? ঘটনা বা কথা কিন্তু এক। কিন্তু তিনজন এটাকে
তিনভাবে নিলেন।
মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ কষ্ট পায় না, কষ্ট
তৈরি করে। কে কেমন কষ্ট তৈরি করবে, সেটা তার
বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষা, কোয়ালিটি অব
ইনফরমেশন ও বিশ্বাসের ওপর নির্ভর করে। মানুষ
শরীরে আঘাত পেতে পারে, কিন্তু মনে
কখনো আঘাত পায় না। মন আঘাত বা কষ্ট তৈরি করে।
গবেষকরা বলেন, মানুষ কোনো একটি ঘটনাকে
নেতিবাচক চিন্তা করে পাহাড় সমান কষ্ট তৈরি করে।
পৃথিবীতে যত আত্মহত্যার ঘটনা ঘটে, তা কষ্ট তৈরি
করার ফলে।
মানুষ তাহলে কষ্ট তৈরি করে কেন? বিশেষজ্ঞরা
বলেন, মানুষ চায়, তার মনের মতো করে সবকিছু
হোক। কিন্তু এটা কখনই সম্ভব নয়। কারণ কোনো
কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকে না। নিজের সুখ, খুশি,
দুঃখ কারো ওপর নির্ভর করে না। করে নিজের
ওপর। সুখ, দুঃখ হচ্ছে ভেতরের অনুভূতি। বাইরের
কোনো ঘটনা এটা সৃষ্টি করতে পারে না। ঘটনা শুধু
প্রভাবিত করতে পারে। কারণ বস্তু, ব্যক্তি বা ঘটনা—
এগুলো প্রভাবক।
পৃথিবীতে যত মানুষ মারা যায়, তার ৭৫ শতাংশ কারণ
হচ্ছে নিরানন্দ। আর এ নেগেটিভ সাইকিক
ইমপ্রেশন নির্ভর করে নিজের দৃষ্টিভঙ্গি ও
চিন্তাধারার ওপর। আপনার নীতি-নৈতিকতা যদি ঠিক থাকে,
তাহলে কে কী সমালোচনা করল, সেটা
মোটেও বাধা বা চিন্তার নয়। সবকিছুকে ইতিবাচক
দৃষ্টিতে দেখতে হবে। যার যেমন চিন্তাচেতনা,
তার সমালোচনা বা বক্তব্য ঠিক তেমনই হবে। রাগ
করা বা কষ্ট পাওয়া চরম বোকামি।

মানুষ কষ্ট পেলে কাঁদে কেন?
আমাদের ল্যাক্রিমাল গ্লান্ড থেকে যে নোনা রস
নির্গত হয় তাই কান্না। এটা একটি জৈবিক ক্রিয়া। কান্না তিন
প্রকার, বাসালঃ যা চোখ ভেজা থাকতে সাহায্য করে,
রিফ্লেক্সঃ যা পেঁয়াজ কাটার সময় বের হয় আর
ইমোশনালঃ যেটা শারীরিক-মানসিক ব্যাথার কারনে
বের হয়। এই ইমোশনাল কান্নার পেছনে প্রো-
ল্যাকটিন হরমোন কাজ করে যা যা শরীর ব্যাথা বা
কষ্ট পেলে উৎপন্ন করে। এটাই মূল কারন।
কিন্তু মজার কারন হলো, আমরা শিশুকালে আমাদের
দাবী দাওয়া বোঝাতে কেঁদে উঠি কারন তখন এটাই
আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম যতদিন
পর্যন্ত কথা বলতে না শিখি। কিন্তু তারপরও আমাদের
শরীর-মন সে কথা ভোলে না। সময়-অসময়ে
সে যোগাযোগের মাধ্যম বা রেসপন্স হিসেবে
বা এটেনশন কেড়ে নিতে কান্নাকে ব্যাবহার
করে।
Collected

0 টি ভোট
করেছেন (43,970 পয়েন্ট)
যখন আমরা কষ্ট পাই, যখন আমাদের মস্তিষ্কে চাপ পড়ে। বিশেষ করে একা অনুভব করলে আমরা বেশি কাঁদি। কষ্ট, আনন্দ এবং ভয়ের বহিঃপ্রকাশই হল কান্না। কান্না বেশিরভাগ ক্ষেত্রেই দুঃখের বহিঃপ্রকাশ।
0 টি ভোট
করেছেন (5,340 পয়েন্ট)
মানুষ কাঁদলে অনুভূতির সঞ্চার হয়। মস্তিষ্ক একটি নির্দেশ পায়। ফলে এ অনুভূতি প্রকাশ কান্নার মধ্য দিয়ে ।সৃষ্টি হয়

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 275 বার দেখা হয়েছে
+9 টি ভোট
2 টি উত্তর 4,706 বার দেখা হয়েছে
+7 টি ভোট
2 টি উত্তর 340 বার দেখা হয়েছে

10,729 টি প্রশ্ন

18,374 টি উত্তর

4,731 টি মন্তব্য

243,342 জন সদস্য

50 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 50 জন গেস্ট অনলাইনে
  1. akramul5556

    110 পয়েন্ট

  2. amir

    110 পয়েন্ট

  3. LynnB8191347

    100 পয়েন্ট

  4. AndyMacklin3

    100 পয়েন্ট

  5. EleanorV1774

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী চোখ রোগ রাসায়নিক শরীর রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #ask চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য প্রাণী বৈজ্ঞানিক মাথা গণিত মহাকাশ পার্থক্য এইচএসসি-আইসিটি #science বিজ্ঞান #biology খাওয়া গরম শীতকাল কেন #জানতে ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা মাছ ঠাণ্ডা মস্তিষ্ক শব্দ ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো কি বিস্তারিত রঙ পা মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত আম হরমোন বিড়াল কান্না
...