হৃদরোগের সাথে ডিপ্রেশন কিংবা মন খারাপ ওতোপ্রোতভাবে জড়িত। আমরা যখন ডিপ্রেশনে থাকি কিংবা কষ্ট পাই তখন অনেকেরই বুকে ব্যথা করে। তবে এটি কিন্তু কোনো সামান্য ব্যাপার না। অনেক সময় দেখা যায় কষ্ট পেয়ে কেউ হার্ট অ্যাটাক করে মারাও যায়। মূলত যখন মন খারাপ হয় তখন নিজেদের মধ্যে একধরনের দুঃশ্চিন্তা ও প্যানিক কাজ করে। তখন আমাদের দেহ কর্টিসল নামক একধরনের হরমোন নিঃসরণ করে যা আমাদের অনুভূতিগুলোর প্রতি প্রতিক্রিয়া দেয়। এছাড়াও, দুঃখ পেলে আমাদের হৃদপেশীগুলো টান টান হয়ে যায়, রক্ত প্রবাহ বেড়ে যায়, খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস ঘটে যা হৃদপিন্ডের প্রতি একধরনের চাপ সৃষ্টি করে। তাই কষ্ট পেলে অনেকের বুকে ব্যথা হয়।