শীতল বাতাসের ঝাপটা জানালা দিয়ে প্রবেশ করে ভিতরের গরম হওয়াকে শীতল করে । আবার বৃষ্টিপাতের সংস্পর্শে দেয়ালের তাপমাত্রা কমে গেলে সেটি ঘরের ভিতর হতে তাপ শোষণ করবে । ঘরের বায়ু শীতল হলে ঘরের আসবাবপত্র তাপ ছাড়তে থাকবে । ফলে একসময় ঘরের সবকিছু ঠান্ডা অনুভূত হবে ।