Nishat Tasnim-
হ্যাঁ। এটি সত্যি। বজ্রপাতে টিভি, ফ্রিজ, ফোন, কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে।
টিভির ক্ষেত্রেঃ- বজ্রপাতের কারণে বেশি নষ্ট হয় টেলিভিশন। কেননা টেলিভিশনের সঙ্গে ডিশের লাইনের সংযুক্ত থাকে। ফলে কোনো এলাকায় বজ্রপাত হলে ডিশের লাইনের মাধ্যমে সহজেই টিভির ক্ষতি করে। অনেকেই কম্পিউটারে টিভি কার্ড ব্যবহার করেন। ফলে বজ্রপাতের সময় ডিশ লাইন সংযোগ থাকায় কম্পিউটারেরও ক্ষতি হতে পারে। এ ক্ষেত্রে বজ্রপাতের সময় ডিশের সংযোগটি খুলে রাখুন। এতে প্রযুক্তিপণ্যগুলো নিরাপদ থাকবে। তাছাড়া টিভি সেট অনিরাপদ হতে পারে ভালো ইলেকট্রিক সামগ্রী ও সুইচ ব্যবহার না করায়, আর্থিং না থাকলে। বাড়িতে বিদ্যুতের ভালো ওয়্যারিং ব্যবস্থা না থাকলে, বিল্ডিং থান্ডার প্রটেকশন (বজ্রপাতের সময়) এবং টিভিতে হাই ভোল্টেজ প্রটেকশন না থাকলে। বিল্ডিংয়ে থান্ডার প্রটেকশন না থাকলে আশেপাশে বজ্রপাতের ফলে টিভি নষ্ট হয়ে যেতে পারে। এতে অনেক সময় বিস্ফোরণে আগুন ধরে যেতে পারে।
ফোনের ক্ষেত্রেঃ- বিদ্যুৎ-সংযোগে বজ্রপাত ঘটলে আমাদের ডিভাইসগুলো অতিরিক্ত চার্জ গ্রহণ করে অকেজো হয়ে যেতে পারে। এ জন্যই বজ্রপাতের সময় ফোন চার্জে না দেওয়াই ভালো। বজ্রপাতের সময় যে ডিভাইসটি সেই মুহূর্তে বিদ্যুৎ-সংযোগকৃত অবস্থায় থাকে না, তাতে ক্ষতি হওয়ার আশঙ্কাও নেই। এ কারণে বজ্রপাতের সময় রাউটার বন্ধ রাখাই ভালো। শুধু রাউটার কেন, বাকি সব বৈদ্যুতিক যন্ত্র প্লাগ থেকে খুলে রাখা নিরাপদ। বজ্রপাতের সময় তাই মোবাইল ফোনে চার্জ না দেওয়া থাকলে কোনো ক্ষতি হবেনা।
কম্পিউটারের ক্ষেত্রেঃ- সাধারণত বজ্রপাতের ফলে পাওয়ার সার্জ ঘটে থাকে, পাওয়ার সার্জ মানে হচ্ছে হঠাৎ করে বিদ্যুতের শক্তি বেড়ে যাওয়া। বা বলতে পারেন প্রয়োজনের চেয়ে হাই ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হওয়া। শুধু আপনার কম্পিউটার নয়, প্রত্যেকটি ইলেকট্রিক্যাল জিনিসপত্র একটি নির্দিষ্ট পরিমানে পাওয়ার নিতে পারবে তার জন্য রেটিং করা থাকে। যদি হঠাৎ করে অনেক হাই চার্জ যুক্ত কারেন্ট চলে আসে সেক্ষেত্রে যেকোনো যন্ত্রপাতি (যেমন:কম্পিউটার) ড্যামেজ হয়ে যেতে পারে।