বৃষ্টির সাথে রোমান্টিকতার সম্পর্কে জানতে ও বুঝতে হলে আপনাকেও যে একটু রোমান্টিক হতে হবে। কারণ এটি পুরোটাই সাইকোলজিক্যাল একটি বিষয়। তাহলে চলুন জেনে নেওয়া নিই আমাদের রোমান্টিকতার কারণঃ
১) বৃষ্টি যখন নামে তখন চারপাশটা একটু স্তব্ধ হয়ে যায়। রাস্তা ফাঁকা, মানুষের ভিড় কম, এমনকি পাখিরা পর্যন্ত চুপচাপ হয়ে যায়। শুধু বৃষ্টির মিষ্টি শব্দ। এই নিঃস্তব্ধ পরিবেশটা মানুষের মনে এক ধরণের ইন্টিমেট অনুভব তৈরি করে যেন চারপাশের কোলাহল থেমে গেছে, শুধু আপনি আর আপনার প্রিয় মানুষ আছেন।
২) বৃষ্টির দিনে আমাদের হালকা ঠান্ডা লাগে আর তখনই আমরা একটু উষ্ণতার খোঁজ করি। হোক সেটা এক কাপ চা অথবা প্রিয় মানুষের আলিঙ্গন। এই উষ্ণতা খোঁজার প্রবণতা থেকেই চলে আসে রোমান্টিক মুড।
৩) বৃষ্টির টিপ টিপ শব্দ আমাদের মস্তিষ্কে এক ধরণের খুব প্রশান্তি এনে দেয়। এই শান্ত পরিবেশে মনের আবেগও ধীরে ধীরে উথলে উঠে।
৪) বৃষ্টি আমাদের শৈশবের অনেক স্মৃতিকে মনে করিয়ে দেয়। ছোটবেলার বৃষ্টিতে ভেজা, কাগজের নৌকা বানানো, মায়ের বকুনি এসব স্মৃতি প্রায় সবার মনেই একটি নস্টালজিক অনুভূতি তৈরি করে। শুধু ছোটবেলায় স্মৃতিই নয়, প্রিয় মানুষের সাথে কাটানো অনেক সুন্দর মুহুর্তগুলোও মনে পড়ে। সেখান থেকেই আসে প্রিয় মানুষের সাথে একটু বৃষ্টিতে ভেজার আকাঙ্খা।
৫) বৃষ্টি হলো প্রকৃতিরই একটি অংশ। প্রকৃতি সবসময়ই মানুষের মনে প্রশান্তি এবং ভালোলাগা তৈরি করে। বৃষ্টির শব্দ, ভেজা মাটির গন্ধ, ঠান্ডা বাতাসের কারণে আমাদের প্রকৃতির কাছাকাছি অনুভব হয় যা মনকে শান্তি এনে দেয় আর সাথে রোমান্টিক একটা মুড।
৬) গান, নাটক, সিনেমায় বৃষ্টির সময়টাকে অনেক রোমান্টিক ভাবেই তুলে ধরা হয়। সেখান থেকেও প্রভাবিত হয়ে আমাদের মনেও এরকম একটা রোমান্টিক মুড চলে আসে।
৭) বৃষ্টি হলে আমাদের মধ্যে মস্তিষ্কে যে প্রশান্তি অনুভব হয় এর কারণে শরীরে সেরোটোনিন এবং ডোপামিন নিঃসরণের পরিমাণ হালকা মাত্রায় বেড়ে যেতে যা আমাদের এই রোমান্টিকতাকে আরও বাডিয়ে দিতে পারে।
৮) কিন্তু যারা আমার মতো সিঙ্গেল আছে, বৃষ্টি তাদের মধ্যে এক প্রকার একাকিত্বতার একটা ছাপ নিয়ে আসে যা তাদের আবেগপ্রবণ করে তোলে। এসময় আমরা সিঙ্গেল সমাজ ভালোবাসার অভাব বোধ করি। তখন আর ওয়েদারকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।