হ্যাঁ, বৃষ্টির পর গোসল করা উচিত।
বৃষ্টির পানিতে থাকা নানা জীবাণুর কারণে বৃষ্টিতে ভিজলে হালকা জ্বর বা সর্দি-কাশি হতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর গোসল করলে এই জীবাণু থেকে বাঁচা যায়। এক্ষেত্রে অ্যান্টিসেপটিক লিকুইড পানিতে মিশিয়ে গোসল করলে জ্বরের সম্ভাবনা কমে যায়।
আবার, বৃষ্টির পানির এত কম তাপমাত্রায় আমাদের দেহ অভ্যস্ত না থাকায় আমাদের দেহে হঠাৎ এত ঠান্ডার ফলে স্নায়ুতে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। যার ফলে দেহের তাপ বেরিয়ে যাওয়ার জন্য ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ হয়ে তাপ আটকা পড়ে এবং দেহের তাপ বেড়ে যায় বা জ্বর হয়। এক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে দেহের তাপমাত্রা কমে আসে। আবার দেহও হঠাৎ ঠান্ডার ধকলকে কাটিয়ে উঠতে পারে।
তাই বৃষ্টির পর সাবান দিয়ে কুসুম গরম পানিতে গোসল করা উচিত