রঙ এর মধ্যে কালো রঙ সবচেয়ে বেশী তাপ শোষণ করে। তাই কালো রঙ এর পোশাক পরিধান করলে ব্যবহারকারী স্বাভাবিকের চেয়ে বেশী উষ্ণতা/গরম অনুভব করবে যা কারো কাছেই কাম্য নয়। কারণ বেশি গরম বাইরে চলাচল করা বিরক্তিকর অসুবিধাকরও বটে। বেশী গরম হলেই বেশী ঘাম ঝরবে, যেটা ভীষণ বিরক্তিকর। আর অতিরিক্ত ঘাম ঝরাও স্বাথ্যের জন্য ক্ষতিকর। গ্রীষ্ম কালে সুতি কাপড়ের সাদা পোশাক পরিধান করা ভাল ও আরামদায়ক।