কালাে পােশাকের ওপর সূর্যের তাপ পড়লে তা খুব কমই বিকিরণ করে। অধিকাংশ সূর্যতাপ কালাে পােশাক নিজের গায়ে শােষণ করে নেয়। শােষিত তাপকে ভেতরের দিকে বিকিরণ করে দিতে থাকে ফলে তার পক্ষে শরীরকে বেশি তাপ দান করতে পারে। কিন্তু যদি শীত প্রধান দেশের মানুষ সাদা পােশাক ব্যবহার করে তবে অধিকাংশ সূর্যতাপ তার ওপর পড়ে প্রতিফলিত হয়ে পরিবেশ ফিরে যাবে। খুব সামান্য বিকীর্ণ তাপই সাদা পােশাক শােষণ করার ক্ষমতা রাখে। ফলে বেশি তাপকে ভেতরের দিকে বিকিরণ করতে পারবে না। ফলে শরীরও গরম হবে না। তাই কালাে পােশাকের দিকেই শীত প্রধান দেশের মানুষের প্রবণতা বেশি।