আইনের ভাষা কাল অক্ষরে লেখা। কাল রং প্রতিবাদ, প্রতিরোধ ও ধৈর্যের প্রতীক। আইনজীবীগণ তাদের মক্কেলদের হয়ে কাজ করেন। কাল রং তাদের মধ্যে আস্থা ও প্রশান্তির ছাপ এনে দেয় । আইনজীবিগণ কাল গাউনের সাথে সাদা জামা পরেন। যা তাদেরকে শান্তি, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়া আইনের চোখ বাঁধা বলা হয়। অর্থাৎ অন্ধকারে আলোর খোজ করতে হয়। এ কারনে উকিলের পোশাক কালো হয়।