প্রথম পাতাকলকাতাপশ্চিমবঙ্গদেশবিদেশসম্পাদকের পাতাখেলাবিনোদনজীবন+ধারাজীবনরেখাব্যবসাঅন্যান্যপাত্রপাত্রী
আপনিও কি পলিসিস্টিক ওভারির শিকার? অসুখ এড়াবেন কোন পথে? চিকিৎসাই বা কী?
কলকাতা ০২ জানুয়ারি ২০২০ ১৫:৪১
প্রতি পাঁচ জনে এক জন ভারতীয় মেয়েই পিসিওডি-র শিকার। ছবি: আইস্টক।
এই বিজ্ঞাপনের পরে আরও খবর
সারা আলি খানের পুরনো একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয় বেশ কিছু দিন আগে। ওজন ৯৬ থেকে কমিয়ে তত দিনে তিনি ৮০ কেজি। এই প্রবল ওজনবৃদ্ধির কারণ হিসেবে যে ‘ভিলেন’কে দায়ী করেছিলেন, তার নাম পলিসিস্টিক ওভারি ডিজিজ বা পিসিওডি। কেবল সারা নন, সোনম কপূর, ভিক্টোরিয়া বেকহ্যাম, এমা থম্পসন-সহ বহু তারকাই এই রোগের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, প্রতি পাঁচ জনে এক জন ভারতীয় মেয়েই এই অসুখ রয়েছে। কিন্তু এই পিসিওডি-র নেপথ্য কারণ কী? কেনই বা এত বাড়ছে এই অসুখ? পিসিওডি ও পিসিওএস নিয়ে জানালেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ মার্থা হাজরা।