এখানে হিসাবে, প্রত্যেক মানুষের ভর গড়ে যদি ধরা হয় ৬০ কেজি। তবে বর্তমান পৃথিবীর প্রায় ৭৭০ কোটি জনসংখ্যার মোট ভর দাঁড়াচ্ছে ৪৬২বিলিয়ন কেজি, যা পৃথিবীর মোট ভরের ১.২ ট্রিলিয়ন ভাগের ১ ভাগ মাত্র! কিছুই না হিসাবে। তারপরও এদের মোট ভরের কারণে কি পৃথিবীর ভর বৃদ্ধি পাচ্ছে?
- এই ৭৭০ কোটি মানুষের যে ভর তা কোথা থেকে এলো? এ ভর কিন্তু এমনিই আসে নি! তারা পৃথিবীর খাদ্যশস্য, প্রানী, ফলমূল, শাকসবজি খেয়েছে এরফলে সেসব প্রানী ও উদ্ভিদের ভর কমেছে যা এই বিশালসংখ্যক মানুষের ভর বৃদ্ধিতে খরচ হয়েছে! আবার, মানুষ যখন মারা যাচ্ছে তখন তাদের শরীর (ভর)মাটিতেই আবার মিশ্রিত হয়ে যাচ্ছে, সেই ভর পুনরায় ফিরে আসছে! এভাবে আল্টিমেটলি সে হিসেবে পৃথিবীর মোট ভরের তারতম্য হচ্ছে না৷
উল্লেখ্য, আমাদের শরীরের প্রোটিনের কার্বন, হাড়ের ক্যালসিয়াম, রক্তের আয়রণ, নিঃশ্বাসের সাথে নেয়া অক্সিজেন সহ প্রায় গাঠনিক সকল গাঠনিক পরমাণুই এসেছে নক্ষত্র থেকেই! নক্ষত্রের ফিউশনেই এদের উৎপত্তি হয়েছিলো কোটি কোটি বছর পুর্বে কোন নক্ষত্রের কোরে৷ আর, আমরা সেসব উপাদানকেই বয়ে নিয়ে চলেছি আমাদের শরীরে৷
@শাকিল সাজ্জাদ