Nishat Tasnim-
বেশিরভাগ ক্ষেত্রে রিমোট চলেনা ব্যাটারি ডাউন হওয়ার কারণে। আর ব্যাটারি ডাউন হয়ে যায় রিমোটের ভিতরে থাকা কার্বন দন্ডের ওপর Mn2O3 এর একটা আবরণ সৃষ্টির কারণে। যখন রিমোটে বাড়ি দেয়া হয় তখন সম্ভবত ভাইব্রেটের কারণে ঐ আবরণটাতে কিছুটা ফাঁকের সৃষ্টি এবং আবার ইলেকট্রন চলাচল করতে পারে। তাই বাড়ি মারলে রিমোট আবার চলা শুরু হয় বা ঠিক হয়ে যায়।