আমরা দৈনন্দিন জীবনে টেলিভিশন ব্যবহার করে বিনোদন লাভ করি। সাধারণত টেলিভিশন নিয়ন্ত্রণ করতে তারবিহীন এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়, যেটিকে "রিমোর্ট" কন্ট্রোল বলে। রিমোর্ট এর উপরের অংশে এক ধরনের "LED" ডায়াট থাকে, যেটি থেকে (ইনফ্রারেড -রে) এর মাধ্যমে সিগন্যাল প্রেরণ করা হয় । এবং প্রাপ্ত সিগন্যাল টেলিভিশন গ্রহন করে নির্দিষ্ট কার্য সম্পাদনা করে। মানুষ এই আলোক রশ্মি দেখতে পারেনা এবং মোবাইল ক্যামেরায় এই আলো দৃশ্যমাণ হয়।
"ইনফ্রারেড - রে" (অবলোহিত আলো) হচ্ছে ধরনের তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ যার তরঙ্গ'দৈর্ঘ্যে লাল রঙে'র চেয়ে সামান্য বেশি । ইনফ্রারেড কে বাংলায় "অবলোহিত আলো" নামে অবহিত করা হয়। বর্ণালী স্কেলে ইনফ্রারেড এর অবস্থান দৃশ্যমান লাল রঙের পরে এবং মাইক্রোওয়েভের আগে। সাধারণত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানো'মিটার থেকে 700 ন্যানো'মিটার এবং "ইনফ্ররেড- রে" তরঙ্গ দৈর্ঘ্য (5)10^-6 মিটার থেকে (5)10^-3 মিটার অর্থাৎ, দৃশ্যমান আলো অপেক্ষা বড় তরঙ্গ'দৈর্ঘ্য' আলো হওয়ায় "ইনফ্রারেড - রে" মানুষ খালি চোখে দেখতে পারেনা কিন্তু টেলিভিশন এর রিসিভার এই আলো সহজেই গ্রহন করে নিজ কাজ সম্পাদিত করে।
সোর্স;- [নবম-দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বই]
উইকিপিডিয়া,