মহাকাশে যখন কোনো স্য়াটেলাইট নষ্ট হয়ে যায় সেগুলো বা কোনো সমস্যা দেখা দেয় অথবা জ্বালানি শেষ হয়ে যায় তখন সেগুলো মেরামত করার আসলে তেমন কোনো সুযোগ থাকেনা।
তখন সেগুলোকে বাতিল বলে গন্য করা হয়। তাহলে এত বড় একটি স্যাটেলাইট কি এভাবে মহাকাশেই ঘুরপাক খাবে? এর উত্তর না।
যখন স্যাটেলাইট গুলো নষ্ট হয়ে যায় তখন পৃথিবীর বায়ুমন্ডলের কাছাকাছি থাকলে তা ক্রমাগত পৃথিবীর বায়ুমন্ডলের দিকে উড়ে যায় এবং বায়ুমন্ডলে প্রবেশের সাথে সাথেই উচ্চ গতির কারনে নিচে পতিত হতে হতে পুড়ে ছাই হয়ে যায়।
অথবা ২৩৬০০ মাইল দূরে একটি অঞ্চলে প্রেরণ করা হয় ,যাকে বলা হয় গ্রেইভ ইয়ার্ড বা কবরস্থান কক্ষপথ।এতে করে স্যাটেলাইটের অবশিষ্টাংশগুলি অন্যান্য স্যাটেলাইট বা মহাকাশ যানের ক্ষতি করতে না পারে।
সোভাগ্যবশত রোবোটিক্স টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা দূর করার উপর জোর দিচ্ছে।যাতে করে ফুয়েল বা জ্বালানী শেষ হয়ে গেলে বা মেরামতের জন্য রোবোটিক্স আর্ম ব্যবহার করে স্যাটেলাইট কে সচল রাখে যায়।