এখনো আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই টাইপের কুসংস্কার/বিশ্বাস পাওয়া যায় যে - ‘বজ্রপাতে মৃত্যু হলে সে ব্যক্তির দেহ আলৌকিক চুম্বকে পরিণত হয়’
মতান্তরে আরেকটা কুসংস্কার হচ্ছে বজ্রপাতে মৃত্য ব্যক্তির দেহাবশেষ ব্যবহার করে বিশেষ ধরনের যাদু তন্ত্রসাধনা করা যায়।
এখন বিজ্ঞানে কালো যাদু/তন্ত্র সাধনা বা ব্ল্যাক ম্যাজিক বলে যেটাকে অভিহিত করা হয় সেটাকে স্বীকার করা হয় না।
প্রশ্ন উঠে তাহলে অস্বীকার করলেই কি সেটা মিথ্যা হয়ে যায়?
যেমন আপনি যদি তুরস্কে যান খুব সম্ভবত সেখানে এই রকম ব্ল্যাক ম্যাজিক খুব নরমাল পর্যায়ে! (অন্তত ডাব্বে,সিক্কিন এইসব মুভি দেখে সেটাই মনে হলো)
ইন্দোনেশিয়ায় (যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে) একটা দ্বীপ আছে সেখানে সব তান্ত্রিকদের বসবাস। সেখানে তাদের কথা মত সে দ্বীপ চলে..
এখন তাদের বসবাস জন্যই যে ব্ল্যাক ম্যাজিক আসলেই বিদ্যমান তা নয়, আবার বিজ্ঞান যথাযথ প্রমাণ পাচ্ছে না জন্য এইটা অস্বীকার করবেন তাও ঠিক না..
বিষয়গুলো আসলে আপনার উপর নির্ভর করে.. আপনি কিভাবে নিবেন।
ক্রেডিট : নাহিদ আশরাফ উদয়