রঙিন কাপড় বেশ কিছুদিন ভেজা থাকলে তার উপর কালো ছোট ছোট দাগ দেখা যায় যাকে তিলা বলে।সাদা কাপড়েও এমনটা হয়।
তিলা পড়ার মানে হলো ছত্রাকের সংক্রমণ। এদের মাইসেলিয়ামগুলো কাপড়ের তন্তুর সাথে আটকে ফেলে। এরা সাধারণত কালো বর্ণের।
ভেজা স্থানেই জন্মায় ছত্রাক। রোদের উত্তাপের অভাবেও কাপড় ঠিকমতো শুকিয়ে নেওয়া যায় না। এ কারণেও তিলা পড়ে।
তিলা পড়লে কী করবেন?
কাপড়ে তিলা পড়লে সেটা ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তাছাড়া ব্লিচ ব্যবহার করলেই উঠে যাবে।
এরপর শুকিয়ে নিন ভালোভাবে। যে কাপড় চাইলেই ধোয়া যাবে না, সেগুলো হালকা ব্রাশ (সফট কোট ব্রাশ) করে দেখুন তিলার দাগ ওঠে কি না। এরপর রোদে দিয়ে নিন। অবশ্য বেশ পুরোনো হলে ড্রাই ওয়াশ করতে হবে, অর্থাৎ পেশাগতভাবে দক্ষ কারও শরণাপন্ন হতে হবে, যাঁরা রাসায়নিকের সাহায্যে এই দাগ দূর করার চেষ্টা করতে পারেন। তবে কিছু তিলা হাজার চেষ্টায়ও দূর করা যায় না। সাধারণত দীর্ঘদিনের পুরোনো তিলার ক্ষেত্রে এ রকম হয়। তাই তিলা প্রতিরোধ করাই কাপড় ভালো রাখার সবচেয়ে ভালো উপায়। ছত্রাক বা মোল্ড সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক গুলোতে যেতে পারেন।
https://en.wikipedia.org/wiki/Mold?wprov=sfla1 https://en.wikipedia.org/wiki/Fungus?wprov=sfla1