খুব বেশি রিসোর্স পাইনি এ ব্যাপারে।
কাকের এই সাবান চুরি করাটা ওদের খাদ্য সংরক্ষণ করার মতই আচরণ! কাক নির্দিষ্ট জায়গায় আলাদা করে পাতা, পাথর ইত্যাদি দিয়ে খাবার আচ্ছাদিত করে রাখে, সাবানও তাই।
এ থেকে মনে করা হয়, কাক সম্ভবত সাবানকে খাদ্য হিসেবেই গ্রহণ করে। যুক্তি হিসেবে বলা হয়, মাংস বা মেয়নেজ জাতীয় খাবারে যেমন তেল আর ফ্যাটি এসিড থাকে, সাবানেও সেরকম ফ্যাটি এসিড আর তেল থাকার জন্য কাক সাবানকে খাবার হিসেবে গ্রহণ করে। তবে, কাক যে সাবানকে খাবার হিসেবে গ্রহণ করে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা গবেষণা নেই।
মূলত বলা চলে, এই আচরণের পিছের কারণ এখনও অজানা।
প্রশ্নটা সুন্দর ছিল। ধন্যবাদ
রেফারেন্সঃ
"Soap Storing by Crows"
by Hiroyoshi HIGUCHI,Yasushi MIYAGAWA, Emiko MORISHITA
Department of Environmental Science, The University of Tokyo, Japan
ক্রেডিটঃ জুনায়েদ খান সজল