পাখায় যত কম ব্লেড থাকবে, তত বাতাস দ্রুত প্রবাহিত হবে। বাংলাদেশ উষ্ণ জলবায়ুর একটি দেশ। অর্থাৎ এখানকার তাপমাত্রা অন্যান্য দেশের তুলনায় বেশি, তাই এখানে বসবাসকারী মানুষদের জন্য প্রবল বাতাসের প্রয়োজন হয়। সুতরাং এই কারণেই এ দেশে বেশিরভাগ জায়গায় তিনটি ব্লেড যুক্ত ফ্যান দেখা যায়। কিন্তু কোন কোন দেশে দুইটি থেকে ছয়টি ব্লেড যুক্ত ফ্যানের ব্যবহার হয়।
গবেষণা করে দেখা গেছে, একটি ফ্যানের তিনটি ব্লেডই ভালোভাবে বাতাস নিক্ষেপ করতে পারে। ব্লেড বেশি থাকলে মোটরের উপর চাপ পড়ে এবং এই কারণে বাতাস নিক্ষেপ করার ক্ষমতা কমে যায়। তবে আমেরিকা বা ইউরোপের মত ঠান্ডা জলবায়ুর দেশগুলোতে চারটি ব্লেড যুক্ত ফ্যান ব্যবহার হয়, তবে সেটি উষ্ণতা কমাবার জন্য নয় বরং ঘরের মধ্যে বায়ু চলাচলের ব্যবহার বেশি জন্য।
পাখার সংখ্যা বেশি হলে বাতাসের তীব্রতা কমে যায়।
© mariam Akter Shahana
Team Science Bee