একটা পাখা হলে সেটা ফ্যানের অভিকর্ষজ কেন্দ্র মাঝে রাখেনা। ফলে ফ্যান ঠিকমতো ঘুরতে পারেনা। ভাইব্রেশন বা আওয়াজ সব চাইতে বেশি ,স্পীড সব থেকে বেশি। হাওয়া কম
দুইটা ফ্যানে নিশ্চিতভাবে ফ্যানকে প্রতিসম রূপ দেয় এবং ফ্যানের ঘুরতে কোন অসুবিধা হয় না। হাওয়া সবচাইতে বেশি এবং তীক্ষ্ম , ফলস্বরূপ হাওয়া অনেক দূর পর্যন্ত যেতে পারে। স্পীড, ভাইব্রেশন এবং আওয়াজ কিছুটা আগের তুলনায় কম হলেও খুব বেশীই মনে হয় । উদাহরণ যে কোনো হাইসপিড ফান বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে যেগুলি ব্যাবহার হয়
দুই পাখার থেকে অনেক বেশি বাতাস পাওয়া সম্ভব যদি ফ্যানে তিনটা পাখা থাকে । হাওয়া মাঝারি ।তীক্ষ্ণতা মাঝারি। ভাইব্রেশন, স্পীড এবং আওয়াজ সামঞ্জস্য পূর্ণ এবং আগের দুইটার তুলনায় কম। এর উদাহরণ নিষ্প্রয়োজন।তবে এটা ঠিক আমাদের উপমহাদেশের ওয়েদার কন্ডিশন অনুযায়ী এটা খুব ইকোনমিক এবং এফিসিয়েন্ট।
৩ টি হাত বিশিষ্ট পাখা হাল্কা হয়, উচ্চ গতিতে ঘুরতে পারে ও অধিক বাতাস সঞ্চালনে সহায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয়।