ভেক্টরের অনুসারে, ডান দিক থেকে বাম দিকে কোনো কিছু ঘুরলে, সেটাকে Position Direction বলা হয়।
অর্থাৎ আমরা যেটাকে ঘড়ির কাঁটার দিকে বা CW বলে থাকি, সেটাকে ভেক্টরের ভাষায় Negative Direction ধরা হয়ে থাকে।
যে সকল প্রযুক্তিবিদ পাখার নকশা করেছেন, তাঁরা ভেক্টরের Positive Direction কে মাথায় রেখে পাখার ঘূর্ণনের অভিমুখ ঠিক করেন। তাই আমরা সাধারণত ঝুলন্ত পাখাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে দেখি।
তবে টেবিল পাখার ঘূর্ণনের অভিমুখ কিন্তু ঘড়ির কাঁটার দিকে (ভেক্টর অনুযায়ী ঋণাত্মক দিক) করা হয়ে থাকে।
কারণ, আমরা অনেকেই মাথার উপরে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতে থাকা পাখা সাথে সাথে একটা টেবিল পাখার ব্যবহার করে থাকি।
এক্ষেত্রে যেটা দেখা যায়, টেবিল পাখার ঘূর্ণনের অভিমুখ যদি ঝুলন্ত পাখার ঘূর্ণনের অভিমুখের দিকেই রাখা হতো, তাহলে টেবিল পাখায় ঝুলন্ত পাখা থেকে নেমে আসা বাতাসের তীব্র বাধা সৃষ্টি হয়ে থাকে, তাই টেবিল পাখায় একধরনের শব্দ তৈরি হয়ে থাকে।
এইসমস্যা এড়াতে টেবিল পাখার ঘূর্ণনের অভিমুখ ঘড়ির কাঁটার দিকে রাখা হয়েছে।