আবহাওয়ার পরিবর্তনজনিত পরিস্থিতিতে এমনটা খুব অস্বাভাবিক নয়।
বুধবার (১ মার্চ) সময় সংবাদের সঙ্গে আলাপকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এমন অবস্থায় দেশের আকাশ প্রায়ই মেঘমুক্ত থাকছে। এতে দিনের বেলায় সূর্যকিরণ ভালোভাবে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে।
তিনি বলেন, পাশাপাশি মৌসুমের পরিবর্তনে সূর্য এরই মধ্যে অনেকটাই লম্বভাবে কিরণ দিতে শুরু করেছে। দিনের দৈর্ঘ্যও বেড়েছে অনেক বেশি। অর্থাৎ দীর্ঘ সময় লম্বভাবে সূর্যকিরণ পাওয়ায় ভূপৃষ্ঠ ও পরিবেশ শীতের তুলনায় বেশি উত্তপ্ত হচ্ছে। এতে দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।
অন্যদিকে রাতের বেলায় মেঘমুক্ত আকাশ বিরাজ করায় এবং তাপ বিকিরণের ফলে পরিবেশ ঠান্ডা হয়ে উঠছে বলে জানান তিনি।
[সময় নিউজ]