আপনার এয়ার কন্ডিশনারটি যদি কেবল মাত্র কুলার হিসেবে কাজ করে এবং হিটার হিসেবে কাজ না করে তবে বাহিরের তাপমাত্রা ঘরের তাপমাত্রার চেয়ে কম থাকলেও এটি গরম বাতাস দেবে না। তবে আপনি যদি বাহির থেকে এসে সে ঘরে প্রবেশ করেন আপনার কাছে কিছুটা গরম অনুভব হবে কেননা আপনার শরীর দুটি স্থানের তাপমাত্রার পার্থক্য অনুভব করবে। ৬০°ফারেনহাইট(১৫.৫৫°সেলসিয়াস) কিংবা তার কম তাপমাত্রা থাকলে এসি ছাড়তে নিষেধ করা হয় কেননা স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা তাপমাত্রায় এসির কম্প্রেসারের ক্ষতি করে। কোনো কোনো ক্ষেত্রে তাপমাত্রা ৫০°ফারেনহাইটের কম থাকলে এসির কম্প্রেসার কাজ করে না। তাপমাত্রার বৃদ্ধির ক্ষেত্রে "রিভার্সিবল টেম্পারেচারের" এয়ার কন্ডিশনার ব্যবহার করা যেতে পারে।