নবম দশম শ্রেনির পাঠ্যবইয়ে বলা হয়েছে যে অভিকর্ষ এর বিরুদ্ধে কাজ সবসময় negative হবে।
W1 = m(-g)h _____(1)
কিন্তু এখানে শুধু অভিকর্ষজ ত্বরণকে বিবেচনা নাও করা যেতে পারে না? আমাদের প্রয়োগকৃত ত্বরণকেও বিবেচনায় আনা উচিত।
W2 = mah ______(2)
আমি মনে করি বইয়ে লেখক W1 এ পৃথিবীর কৃতকাজকে বুঝিয়েছেন, আর তাই আমাদের করা কাজ কখনোই ঋণাত্মক হতে পারে না, যদি আমরা বস্তুটিকে তুলতে পারি।
এখন আমার প্রশ্ন, আমি কতটুকু বুঝতে পেরেছি?